বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে বুধবার (১৪ জুন) রাতে তিনি অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন।
জানা গেছে, মোহাম্মদ এ আরাফাত ছাড়াও গণতান্ত্রিক পার্টির অশোক ধর, রওশনপন্থি জাতীয় পার্টির মামুনুর রশিদ, জাকের পার্টির রাশেদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া আজ জিএম কাদেরপন্থি জাতীয় পার্টির মেজর (অ.) সিকদার আনিছুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিরো আলম মনোনয়ন জমা দেবেন।
এর আগে, গত ৯ জুন শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মাঝি হিসেবে মোহাম্মদ এ আরাফাতকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি সাংবাদিকদের জানান।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এএইচএ