বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্যে দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গত মঙ্গলবার ৩৪তম বার্ষিক সাধারন সভা (এজিএম) সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ। এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২২ (জানুয়ারী–ডিসেম্বর) সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সহ মোট ৬টি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো- ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক মনোনয়ন, স্বতন্ত্র পরিচালক মনোনয়ন, নিরীক্ষক নিয়োগ ও সন্মানি। এছাড়া সভায় কোম্পানির বিশেষ এজেন্ডা অনুমোদন হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জোসে মার্সেলিনো উগার্টে সভার সভাপতিত্ব করেন। সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব এমদাদুল হক।
সব ধরনের ঝুঁকি মোকাবেলা করে আমরা নিরলসভাবে কাজ করছি জানিয়ে জোসে মার্সেলিনো উগার্টে বলেন, নানান পরিস্থিতির কারনে আমাদের মন্দ সময় যাচ্ছে। তবে আমরা কাজ করছি, হারানো সোনালী অতীতে ফিরে পেতে। আমাদের চলতি বছরের প্রথম প্রান্তিক ভাল হয়েছে। আশা করছি, সব ভাল থাকলে চলতি বছরের শেষে ইতিবাচক রিটার্ন দেখতে পারবেন।
কোম্পানিটির ২০২২ সমাপ্ত বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬০ টাকা শূন্য ৭ পয়সা। এদিকে চলতি বছরের (২০২৩) প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। এর আগে বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৯৭ পয়সা। চলতি বছরের গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৬৬ টাকা ৯১ পয়সা।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৮৯ সালে তালিকাভূক্তি হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। কোম্পিানির শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৬০ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক পরিচালকদের ২৫ দশমিক ৫৪ শতাংশ, বিদেশি দশমিক ২৭ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ১৩ দশমিক ৫২ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি দর প্রায় ২৬৪ টাকা।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এমএজেড