বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের ২০২২ সালের আগের বছরের থেকে মুনাফা বেড়েছে শতাংশ। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
প্রাইম ইন্স্যুরেন্সের আগের বছরের ২.০১ টাকার ইপিএস ২০২২ সালে বেড়ে হয়েছে ২.৩৮ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ০.৩৭ টাকা বা ১৮ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ আগের বছরের ১৫ শতাংশ থেকে কমে এসেছে ১০ শতাংশে।
কোম্পানিটির ২০২২ সালে শেয়ারপ্রতি ২.৩৮ টাকা হিসেবে মোট ৯ কোটি ৭৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৪ কোটি ৯ লাখ টাকা বিতরন করা হবে। মুনাফার বাকি ৫ কোটি ৬৪ লাখ টাকা বা ৫৮ শতাংশ রিজার্ভে রাখা হবে।
উল্লেখ্য বুধবার (১৪ জুন) লেনদেন শেষে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর দাঁড়িয়েছে ৮২.৮০ টাকায়। যা কোম্পানিটির ফ্লোর প্রাইস। এতে করে কোম্পানিটির লভ্যাংশে বিনিয়োগকারীরা খুশি না হলেও শেয়ারটির পতন সম্ভব হয়নি।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/আরএ