ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সূচক উত্থানেও দুই মাসের নিম্ন লেনদেন

  • পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে। যা গত দুই মাস বা ৩৭ কার্যদিবসের মধ্যে সবনিম্ন লেনদেন।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এই ধরনের লেনদেন গত ৫৯ দিন বা ৩৭ কার্যদিবস মধ্যে সবনিম্ন লেনদেন হিসেবে বিবেচ্য হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৯টি এবং কমেছে ৬২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৯টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ দশমিক শূন্য ১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮২ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ১ হাজার ৩৬৫ দশমিক ১৭ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টি, কমেছে ৫৪টি এবং পরিবর্তন হয়নি ১০৩টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৬৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স ৬ দশমিক ৩৭ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭০ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১১ হাজার ১০২ দশমিক ২৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬৩ দশমিক ৭৬ পয়েন্টে।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সূচক উত্থানেও দুই মাসের নিম্ন লেনদেন

পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে। যা গত দুই মাস বা ৩৭ কার্যদিবসের মধ্যে সবনিম্ন লেনদেন।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এই ধরনের লেনদেন গত ৫৯ দিন বা ৩৭ কার্যদিবস মধ্যে সবনিম্ন লেনদেন হিসেবে বিবেচ্য হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৯টি এবং কমেছে ৬২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৯টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ দশমিক শূন্য ১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮২ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ১ হাজার ৩৬৫ দশমিক ১৭ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টি, কমেছে ৫৪টি এবং পরিবর্তন হয়নি ১০৩টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৬৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স ৬ দশমিক ৩৭ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭০ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১১ হাজার ১০২ দশমিক ২৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬৩ দশমিক ৭৬ পয়েন্টে।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: