বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৩৪ দশমিক ৯৯ শতাংশের শেয়ার দর কমেছে। সপ্তাহটিতে টপটেন লুজারের শতভাগ বিমা কোম্পানির শেয়ার অবস্থান করেছে। এর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩০ দশমিক ৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৯ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩১ টাকা ৪০ পয়সা বা ২৩ দশমিক ৯৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রুপালী লাইফের ২০ দশমিক ৯৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০ দশমিক ৯৪ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ২০ শতাংশ, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৯৭ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৫১ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৫৭ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৯৬ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক শূন্য ৮ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২৩/এমএজেড