ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হজে গিয়ে ২০ বাংলাদেশির ইন্তেকাল

  • পোস্ট হয়েছে : ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • 123

বিজনেস আওয়ার প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মোট ২০ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৭ জন ও মদিনায় ৩ জন। এছাড়া হজে গিয়ে চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ১১ হাজার ৬৫৩ জন।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে ৭৬ হাজার ৮১৩ জন।

এর আগে গতকাল রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা মুভমেন্টে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হজে গিয়ে ২০ বাংলাদেশির ইন্তেকাল

পোস্ট হয়েছে : ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মোট ২০ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৭ জন ও মদিনায় ৩ জন। এছাড়া হজে গিয়ে চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ১১ হাজার ৬৫৩ জন।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে ৭৬ হাজার ৮১৩ জন।

এর আগে গতকাল রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা মুভমেন্টে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: