ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটে দক্ষতা উন্নয়নে মনোযোগ চাই

  • পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় বাজেটে জনগনকে প্রাধান্য দেওয়াসহ মূল্যবোধ ভিত্তিক দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে। এছাড়া নারী উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ খেয়াল রাখা খুবই জরুরী।

গতকাল শুক্রবার গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইজিতে অনুষ্ঠিত এফবিএইচআরও বাজেট ২০২৩-২০২৪ পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মূল বিষয় ‘জাতীয় বাজেট: মানব সম্পদ উন্নয়ন দৃষ্টিভঙ্গি’ উপর একটি নিবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরও এবং আইপিএমের সভাপতি মো. মোশাররফ হোসেন।

স্বাগত বক্তব্যে এফবিএইচআরওর মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী বলেন, জাতীয় বাজেট মূল্যবোধ ভিত্তিক দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে। মূল নিবন্ধ উপস্থাপনে মো. মোশাররফ হোসেন মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। আরও বলেন, জনতাত্ত্বিক লভ্যাংশ সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অপরিহার্য।

দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বিশিষ্ট ব্যবসায়ী ড. সবুর খান বলেন, বাজেটে এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা রাখা দরকার সময়ের প্রয়োজনে। মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কর ব্যবস্থাপনাকে জনবান্ধব করার উপর জোর দেন। তিনি বলেন, জনসম্পৃক্ত বাজেটে জনগনকে প্রাধান্য দিতে হবে।

অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ড. এম এ বাকী খলিলী গুণগত কর্ম সৃষ্টি, অর্থনৈতিক স্হিতিশীলতা এবং গতিশীলতার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। জেন্ডার বিশেষজ্ঞ নিলুফার আহমেদ করিম জাতীয় বাজেটে নারী উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন উপ উপাচার্য অধ্যাপক ড. হাসনাইন আহমেদ বাজেটের বিষয়ে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি মানবিক এবং যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার অসাধারণ দেশ। প্রতিটি ক্ষেত্রে জাতীয় বাজেটে ব্যাপ্তি ও বরাদ্দ বেড়েছে বহুগুণ। জাতীয় ও আন্তর্জাতিক সংকটের ভেতর দিয়ে এই বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সংকট নিরসনে সরকারের সাথে জনগনকে সহযোগিতা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং এফবিএইচআরও এর সহ সভাপতি ড. ফরিদ এ সোবহানী। অনুষ্ঠানে মানব সম্পদ উন্নয়ন ব্যবস্হাপনা পেশাজীবসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাজেটে দক্ষতা উন্নয়নে মনোযোগ চাই

পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় বাজেটে জনগনকে প্রাধান্য দেওয়াসহ মূল্যবোধ ভিত্তিক দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে। এছাড়া নারী উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ খেয়াল রাখা খুবই জরুরী।

গতকাল শুক্রবার গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইজিতে অনুষ্ঠিত এফবিএইচআরও বাজেট ২০২৩-২০২৪ পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মূল বিষয় ‘জাতীয় বাজেট: মানব সম্পদ উন্নয়ন দৃষ্টিভঙ্গি’ উপর একটি নিবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরও এবং আইপিএমের সভাপতি মো. মোশাররফ হোসেন।

স্বাগত বক্তব্যে এফবিএইচআরওর মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী বলেন, জাতীয় বাজেট মূল্যবোধ ভিত্তিক দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে। মূল নিবন্ধ উপস্থাপনে মো. মোশাররফ হোসেন মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। আরও বলেন, জনতাত্ত্বিক লভ্যাংশ সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অপরিহার্য।

দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বিশিষ্ট ব্যবসায়ী ড. সবুর খান বলেন, বাজেটে এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা রাখা দরকার সময়ের প্রয়োজনে। মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কর ব্যবস্থাপনাকে জনবান্ধব করার উপর জোর দেন। তিনি বলেন, জনসম্পৃক্ত বাজেটে জনগনকে প্রাধান্য দিতে হবে।

অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ড. এম এ বাকী খলিলী গুণগত কর্ম সৃষ্টি, অর্থনৈতিক স্হিতিশীলতা এবং গতিশীলতার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। জেন্ডার বিশেষজ্ঞ নিলুফার আহমেদ করিম জাতীয় বাজেটে নারী উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ খেয়াল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন উপ উপাচার্য অধ্যাপক ড. হাসনাইন আহমেদ বাজেটের বিষয়ে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি মানবিক এবং যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার অসাধারণ দেশ। প্রতিটি ক্ষেত্রে জাতীয় বাজেটে ব্যাপ্তি ও বরাদ্দ বেড়েছে বহুগুণ। জাতীয় ও আন্তর্জাতিক সংকটের ভেতর দিয়ে এই বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সংকট নিরসনে সরকারের সাথে জনগনকে সহযোগিতা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং এফবিএইচআরও এর সহ সভাপতি ড. ফরিদ এ সোবহানী। অনুষ্ঠানে মানব সম্পদ উন্নয়ন ব্যবস্হাপনা পেশাজীবসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: