ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাদিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে: রুহী

  • পোস্ট হয়েছে : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 55

বিজনেস আওয়ার প্রতিবেদক :বাংলানিউজ ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে পিআইবি জার্নালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশন (পিবজা) মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে পিবজা এ মানববন্ধন আয়োজন করেছে।

মানববন্ধনে পিবজার নেতারা সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইতোমধ্যে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।

পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত বাকি সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আরও বলেন, যতদিন পর্যন্ত সাংবাদিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হবে, ততদিন এ প্রতিবাদ চলবে।

পিবজার সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ সরকার রবিনের সঞ্চালনার এই মানববন্ধনে বক্তব্য রাখেন পিবজার সহ-সভাপতি প্রিন্সিপাল এম এ মোনায়েম, ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী), অর্থ বিষয়ক সম্পাদক তছলিমা খাতুন, ঢাকা টাইমসের সহকারী বার্তা সম্পাদক আনিসুর রহমান, পিবজার সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবির নবিন, পিবজার সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান, আদম মালেক, এ আর এম মামুন ও মীর মো. কবির হোসেন, সদস্য গাজী আব্দুল হাদী, ফারুক মাহমূদ, ইব্রাহিম রাজু, বাকি বিল্লাহ, মোহাম্মসদ কামরুজ্জমান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাদিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে: রুহী

পোস্ট হয়েছে : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক :বাংলানিউজ ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে পিআইবি জার্নালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশন (পিবজা) মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে পিবজা এ মানববন্ধন আয়োজন করেছে।

মানববন্ধনে পিবজার নেতারা সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইতোমধ্যে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।

পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত বাকি সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আরও বলেন, যতদিন পর্যন্ত সাংবাদিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হবে, ততদিন এ প্রতিবাদ চলবে।

পিবজার সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ সরকার রবিনের সঞ্চালনার এই মানববন্ধনে বক্তব্য রাখেন পিবজার সহ-সভাপতি প্রিন্সিপাল এম এ মোনায়েম, ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী), অর্থ বিষয়ক সম্পাদক তছলিমা খাতুন, ঢাকা টাইমসের সহকারী বার্তা সম্পাদক আনিসুর রহমান, পিবজার সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবির নবিন, পিবজার সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান, আদম মালেক, এ আর এম মামুন ও মীর মো. কবির হোসেন, সদস্য গাজী আব্দুল হাদী, ফারুক মাহমূদ, ইব্রাহিম রাজু, বাকি বিল্লাহ, মোহাম্মসদ কামরুজ্জমান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: