ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অফিস পার্টি শেষে হোস্টেলে ফিরে তরুণীর মৃত্যু, ৪ সহকর্মী গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক:‘অফিস পার্টি’ শেষ করে হোস্টেলে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে এক তরুণীর (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর চার সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। চার জন ব্যক্তিদের মধ্যে সাফওয়ান লালমাটিয়ার ‘থিংকিং ক্র্যাফট’ নামের প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠানের আরও তিনজন মালিক আছে, যারা পলাতক বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, মৃত তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি লালমাটিয়ায় ‘থিংকিং ক্র্যাফট’ প্রতিষ্ঠানে পার্টটাইম জব করতেন। তিনি লালমাটিয়াতেই একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।

ওই প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ‘অফিস পার্টি’ ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি পানীয়ও ছিল। পার্টি শেষ করে শুক্রবার (১৬ জুন) ভোরে নিজের হোস্টেলে ফেরেন তরুণী।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে, হোস্টেলের অন্যরা তাকে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ওই রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আজাদ বলেন, লালমাটিয়ার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন ওই প্রতিষ্ঠানের মালিক ও দুজন নারী বলে জানায় পুলিশ।

এ ঘটনায় মৃত তরুণীর বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অফিস পার্টি শেষে হোস্টেলে ফিরে তরুণীর মৃত্যু, ৪ সহকর্মী গ্রেফতার

পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক:‘অফিস পার্টি’ শেষ করে হোস্টেলে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে এক তরুণীর (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর চার সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। চার জন ব্যক্তিদের মধ্যে সাফওয়ান লালমাটিয়ার ‘থিংকিং ক্র্যাফট’ নামের প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠানের আরও তিনজন মালিক আছে, যারা পলাতক বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, মৃত তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি লালমাটিয়ায় ‘থিংকিং ক্র্যাফট’ প্রতিষ্ঠানে পার্টটাইম জব করতেন। তিনি লালমাটিয়াতেই একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।

ওই প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ‘অফিস পার্টি’ ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি পানীয়ও ছিল। পার্টি শেষ করে শুক্রবার (১৬ জুন) ভোরে নিজের হোস্টেলে ফেরেন তরুণী।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে, হোস্টেলের অন্যরা তাকে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ওই রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আজাদ বলেন, লালমাটিয়ার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন ওই প্রতিষ্ঠানের মালিক ও দুজন নারী বলে জানায় পুলিশ।

এ ঘটনায় মৃত তরুণীর বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: