ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করল ‘ডিরেক্টরস গিল্ড’

  • পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • 188

বিনোদন ডেস্ক: ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। পরিচালককে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে তার ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, ‘পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে।’

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জেবা জান্নাতকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে জেবা জান্নাত বলেন, ‘ডিরেক্টর গিল্ডের এমন সিদ্ধান্তে আমি চিন্তিত নই। কারণ আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার পেছনে প্রোডাকশন হাউস ও নির্মাতার অপেশাদারি আচরণ দায়ী।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না। আরেকটু দেখতে চাই। আর আমি নতুন বলেই তারা এমনটা করছেন। এটা উচিত নয়।’

উল্লেখ্য, টিকটকের মাধ্যমে নজর কাড়েন জেবা জান্নাত। এরপর নাম লেখান নাটকে। প্রথমবার তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন এ অভিনেত্রী।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করল ‘ডিরেক্টরস গিল্ড’

পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

বিনোদন ডেস্ক: ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। পরিচালককে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে তার ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, ‘পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে।’

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জেবা জান্নাতকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে জেবা জান্নাত বলেন, ‘ডিরেক্টর গিল্ডের এমন সিদ্ধান্তে আমি চিন্তিত নই। কারণ আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার পেছনে প্রোডাকশন হাউস ও নির্মাতার অপেশাদারি আচরণ দায়ী।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না। আরেকটু দেখতে চাই। আর আমি নতুন বলেই তারা এমনটা করছেন। এটা উচিত নয়।’

উল্লেখ্য, টিকটকের মাধ্যমে নজর কাড়েন জেবা জান্নাত। এরপর নাম লেখান নাটকে। প্রথমবার তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন এ অভিনেত্রী।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: