বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খুবই সামান্য উত্থান হয়েছে। তবে এদিন কমেছে আর্থিক লেনদেনের পরিমাণ। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত ২ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল আজকের থেকে কম বা ৪১৪ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮১ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৫ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বেড়ে ২১৮৩ পয়েন্টে ও ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬৪ পয়েন্টে।
রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১টি বা ২০.৪০ শতাংশের। আর দর কমেছে ৮৮টি বা ২৫.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৯টি বা ৫৪.৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ৭১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ৮৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৫৪ পয়েন্টে।
এর আগে বৃহস্পতিবার সিএসইতে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছিল।
বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২৩/এমএজেড