ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইস আরোপে লেনদেনে পিছিয়ে ভাল প্রতিষ্ঠান

  • পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা ভাল লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠানের শেয়ার সক্রিয়ভাবে লেনদেনে করতে পারছে না। একই সাথে আয়কর আইনে কোনো সুনির্দিষ্ট সুসংবাদ না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে আসছে না।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষস্থানীয় ডিএসই ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএর সাথে বর্তমান বাজার পরিস্থিতি, লেনদেন কমার মূল কারণ খুঁজে বের করা এবং বাজারকে প্রাণবন্ত করার জন্য সম্মিলিত উপায় নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার।

আলোচনায় বক্তারা বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা মৌলিক এবং ভাল লভ্যাংশ প্রদানকারী কোম্পানীর শেয়ার সক্রিয়ভাবে লেনদেনে করতে পারছে না। একই সাথে বলেন, আয়কর আইন ২০২৩ এ শেয়ারবাজারের জন্য কোনো সুনির্দিষ্ট সুসংবাদ নেই। যা বিনিয়োগকারীদেরকে শেয়ারবাজারে আসতে উৎসাহিত করছে না। ফলে শেয়ারবাজারে বিনিয়োগ প্রতি তারা দিন দিন বিমুখ হচ্ছে।

তালিকাভুক্ত কোম্পানি বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজার সম্প্রসারণ এবং জনসাধারণকে বাজারে আনার জন্য সহজে বিও অ্যাকাউন্ট খোলার ওপরও বেশি গুরুত্ব দিয়ে বক্তারা গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। পাশপাশি কর্তৃপক্ষের সাথে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রচার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অন্যান্য বিষয়ের মধ্যে বক্তারা শেয়ারবাজারকে লিকুইডেট করার জন্য টি+ওয়ান ট্রেডিং নিষ্পত্তি, সদস্য মার্জিন ইস্যু, ব্লক ট্রেড বিদ্যমান ৫ লাখ টাকা থেকে ১ লাখ টাকায় কমিয়ে আনা, অফলাইন মার্কেট/ট্রেডিং এর ব্যবস্থা, স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন এবং ফি সহজিকরন, সহজ ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সিসিএ একাউন্টের সুদ আয়, বাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস ইত্যাদি বিষয়ে বাজারে গুণগত সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারীরা, ডিএসই ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএ কতৃক রেগুলেটর এর নিকট যে সমস্ত বিষয় প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

এসময় বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংক মনিটারী পলিসির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শেয়ারবাজারের উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সূচকের সাথে শেয়ারবাজারকে সম্পৃক্ত করলে সমভাবে বাজারের উন্নয়নও সম্ভব বলে জানান। আলোচনা শেষে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার নিশ্চিত করেন, উল্লিখিত বিষয়ে যথাযথ কতৃপক্ষকে অবহিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে পদক্ষেপ নিবেন।

বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফ্লোর প্রাইস আরোপে লেনদেনে পিছিয়ে ভাল প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা ভাল লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠানের শেয়ার সক্রিয়ভাবে লেনদেনে করতে পারছে না। একই সাথে আয়কর আইনে কোনো সুনির্দিষ্ট সুসংবাদ না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে আসছে না।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষস্থানীয় ডিএসই ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএর সাথে বর্তমান বাজার পরিস্থিতি, লেনদেন কমার মূল কারণ খুঁজে বের করা এবং বাজারকে প্রাণবন্ত করার জন্য সম্মিলিত উপায় নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার।

আলোচনায় বক্তারা বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা মৌলিক এবং ভাল লভ্যাংশ প্রদানকারী কোম্পানীর শেয়ার সক্রিয়ভাবে লেনদেনে করতে পারছে না। একই সাথে বলেন, আয়কর আইন ২০২৩ এ শেয়ারবাজারের জন্য কোনো সুনির্দিষ্ট সুসংবাদ নেই। যা বিনিয়োগকারীদেরকে শেয়ারবাজারে আসতে উৎসাহিত করছে না। ফলে শেয়ারবাজারে বিনিয়োগ প্রতি তারা দিন দিন বিমুখ হচ্ছে।

তালিকাভুক্ত কোম্পানি বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজার সম্প্রসারণ এবং জনসাধারণকে বাজারে আনার জন্য সহজে বিও অ্যাকাউন্ট খোলার ওপরও বেশি গুরুত্ব দিয়ে বক্তারা গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। পাশপাশি কর্তৃপক্ষের সাথে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রচার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অন্যান্য বিষয়ের মধ্যে বক্তারা শেয়ারবাজারকে লিকুইডেট করার জন্য টি+ওয়ান ট্রেডিং নিষ্পত্তি, সদস্য মার্জিন ইস্যু, ব্লক ট্রেড বিদ্যমান ৫ লাখ টাকা থেকে ১ লাখ টাকায় কমিয়ে আনা, অফলাইন মার্কেট/ট্রেডিং এর ব্যবস্থা, স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন এবং ফি সহজিকরন, সহজ ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সিসিএ একাউন্টের সুদ আয়, বাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস ইত্যাদি বিষয়ে বাজারে গুণগত সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারীরা, ডিএসই ব্রোকার, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএ কতৃক রেগুলেটর এর নিকট যে সমস্ত বিষয় প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

এসময় বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংক মনিটারী পলিসির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শেয়ারবাজারের উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সূচকের সাথে শেয়ারবাজারকে সম্পৃক্ত করলে সমভাবে বাজারের উন্নয়নও সম্ভব বলে জানান। আলোচনা শেষে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার নিশ্চিত করেন, উল্লিখিত বিষয়ে যথাযথ কতৃপক্ষকে অবহিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে পদক্ষেপ নিবেন।

বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: