বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ও প্রাইমারী রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তোয়াক্কা করেনি তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ কর্তৃপক্ষ। কোম্পানিটিকে ডিএসই থেকে চিঠি দেওয়া হলেও তাতে কোন সাঁড়া দেয়নি।
গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল বঙ্গজের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে গত ১৪ জুন ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি বঙ্গজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য,বঙ্গজের শেয়ার দর গত ২৯ মে ছিল ১২৪.৮০ টাকায়। যা ডিএসই চিঠি দেওয়ার আগেরদিন বা ১৩ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছিল ১৬৭.২০ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছিল ৪২.৪০ টাকা বা ৩৪ শতাংশ।
বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২৩/পিআর
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: