বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রান এগ্রোর ২৬২ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি গ্যারান্টিযুক্ত, আনসিকিউরড, ট্রাসফারঅ্যাবল, রিডিমঅ্যাবল এবং নন-কনভার্টেবল বন্ড দুই। সোমবার বিএসইসির ৮৭২তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রান এগ্রোর বন্ডটির কুপন হার ৮ দশমিক ৮ শতাংশ। প্রতি ইউনিট অভিহিত মূল্য দশ লাখ টাকা। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানি অফিস ও কারখানা, যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ঋন পুন:অর্থায়ন খাতে ব্যয় করবে। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে রিভারস্টোন ক্যাপিটাল। আর ট্রাস্টির দায়িত্বে আছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল।
বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২৩/এমএজেড