বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মানের (আইএএস) লঙ্ঘনসহ কিছু অনিয়ম পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, বীমা দাবি পরিশোধ ও বকেয়া দাবির বিষয়ে অনুমোদন ও তথ্য সংরক্ষন প্রক্রিয়ায় ভিন্নতা ও ত্রুটিপূর্ণ নিয়ন্ত্রন পাওয়া গেছে। এছাড়া বীমা ব্যবসায় অন্যান্যদের কাছে বকেয়া ও পাওনার বিষয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।
আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি আয়কর সঞ্চিতি ও ডেফার্ড ট্যাক্স গণনা করা উচিত বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে যাচাইয়ের ক্ষেত্রে কোম্পানিটির সঞ্চিতি ও ব্যয়ে ভিন্নতা পেয়েছেন নিরীক্ষক। এছাড়া ট্যাক্স অ্যাসেসমেন্ট আটকে আছে। এ কারনে অতিরিক্ত ট্যাক্স বাধ্যবাধকতা নিশ্চিত করতে পারেনি নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, আইএএস-৩৭ অনুযায়ি ব্যয়ের সঞ্চিতি করা দরকার। কিন্তু ইউনিয়ন ইন্স্যুরেন্সে সঞ্চিতি দায়ের ব্যালেন্সে অনিয়ম পাওয়া গেছে। এই কোম্পানি কর্তৃপক্ষ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করলেও ২০২১ ও ২০২২ সালে তা নিরীক্ষা করেনি।
নিরীক্ষক জানিয়েছেন, ডাটাবেজ ম্যানেজমেন্ট, মিডিয়া ডিভাইসেস, ইন্টারনেট, স্পাম মেইল এবং এ সর্ম্পকিত বিষয়ে আইটি পলিসি নেই। কিন্তু কোম্পানিটির অবশ্যই ডকুমেন্টেড আইটি পলিসি কাভারেজ ডাটা ও আইটি সিকিউরিটি ফাংশন ভিআইজেড, পাসওয়ার্ড পলিসি, নেটওয়ার্ক সিকিউরিটি পলিসি থাকা দরকার।
উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৮ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে ৫৩.৪৬ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। সোমবার (১৯ জুন) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৬.২০ টাকায়।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২৩/পিআর