ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ১৪ শিক্ষার্থী

  • পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • 94

বিজনেস আওয়ার প্রতিবেদক: একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। আর ওই প্রতিষ্ঠানটি হলো নীলফামারীর আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫ জন শিক্ষার্থী একই সঙ্গে মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে।

কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটি থেকে এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এক কলেজেরই ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩৯ জন। এবার বুয়েটেও ১৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন।

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেন এই কলেজের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। মেধা ও সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি এর আগে পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

অধ্যক্ষ আরও বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠানটির নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। সে সময় সৈয়দপুর সরকারি কারিগরি বিজ্ঞান মহাবিদ্যালয় নামকরণ করা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠানটির নাম সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ করা হয়।

বিজনেস আওয়ার/২০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুয়েটে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ১৪ শিক্ষার্থী

পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। আর ওই প্রতিষ্ঠানটি হলো নীলফামারীর আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫ জন শিক্ষার্থী একই সঙ্গে মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে।

কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটি থেকে এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এক কলেজেরই ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩৯ জন। এবার বুয়েটেও ১৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন।

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেন এই কলেজের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। মেধা ও সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি এর আগে পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

অধ্যক্ষ আরও বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠানটির নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। সে সময় সৈয়দপুর সরকারি কারিগরি বিজ্ঞান মহাবিদ্যালয় নামকরণ করা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠানটির নাম সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ করা হয়।

বিজনেস আওয়ার/২০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: