ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিন তৈরির প্লান্ট স্থাপন করতে এমওইউ সই

  • পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে তৈরি হবে করোনাসহ অন্যান্য রোগের ভ্যাকসিন। এজন্য প্লান্ট স্থাপন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানে এই এমওইউ সই হয়। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মার্ক এমালফেরব সমঝোতা স্মারকে সই করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

জাহিদ মালেক বলেন, আমরা এই প্লান্টটি গোপালগঞ্জে স্থাপন করছি। এটি একটি অত্যাধুনিক প্লান্ট হবে। শুধু করোনা ভ্যাকসিন না, অন্যান্য ভ্যাকসিন যেগুলো বাংলাদেশের প্রয়োজন, সেগুলো এখানে তৈরি করতে পারব।

করোনার সময় দেশে ৩৬ কোটি ডোজ ভ্যাকসিন আনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার বেজ করে এই টিকার মূল্য হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। আমরা বেশিরভাগ টিকা ফ্রি পেয়েছি। বাকিটা সরকারের অর্থায়নে কেনা হয়েছে।

মন্ত্রী বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭ থেকে ৮ একর জমিতে এই প্লান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিকমানের হবে। আশা করি, আমরা বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব।

২ বছরের মধ্যে উৎপাদন শুরু করা যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরোপুরি উৎপাদন শুরু করতে ৪ বছরের মতো লাগবে। এই প্রজেক্ট পুরোপুরি সফল হলে আমাদের ভ্যাকসিন আমদানির প্রয়োজন হবে না। আমরা আশা করি, এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব। আমরা প্রথমে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করব। এখানে অন্যান্য ভ্যাকসিন উৎপাদনেরও ব্যবস্থা থাকবে।

বিজনেস আওয়ার/২১, জুন ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভ্যাকসিন তৈরির প্লান্ট স্থাপন করতে এমওইউ সই

পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে তৈরি হবে করোনাসহ অন্যান্য রোগের ভ্যাকসিন। এজন্য প্লান্ট স্থাপন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানে এই এমওইউ সই হয়। এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং ডায়াডিক ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও মার্ক এমালফেরব সমঝোতা স্মারকে সই করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

জাহিদ মালেক বলেন, আমরা এই প্লান্টটি গোপালগঞ্জে স্থাপন করছি। এটি একটি অত্যাধুনিক প্লান্ট হবে। শুধু করোনা ভ্যাকসিন না, অন্যান্য ভ্যাকসিন যেগুলো বাংলাদেশের প্রয়োজন, সেগুলো এখানে তৈরি করতে পারব।

করোনার সময় দেশে ৩৬ কোটি ডোজ ভ্যাকসিন আনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার বেজ করে এই টিকার মূল্য হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। আমরা বেশিরভাগ টিকা ফ্রি পেয়েছি। বাকিটা সরকারের অর্থায়নে কেনা হয়েছে।

মন্ত্রী বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭ থেকে ৮ একর জমিতে এই প্লান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিকমানের হবে। আশা করি, আমরা বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব।

২ বছরের মধ্যে উৎপাদন শুরু করা যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরোপুরি উৎপাদন শুরু করতে ৪ বছরের মতো লাগবে। এই প্রজেক্ট পুরোপুরি সফল হলে আমাদের ভ্যাকসিন আমদানির প্রয়োজন হবে না। আমরা আশা করি, এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব। আমরা প্রথমে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করব। এখানে অন্যান্য ভ্যাকসিন উৎপাদনেরও ব্যবস্থা থাকবে।

বিজনেস আওয়ার/২১, জুন ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: