বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩৫.০৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১১.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.১৩ শতাংশ, এসিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.০ শতাংশ, নর্দান জুটের ৮.৭৫ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৮২ শতাংশ, রতনপুর স্টিলের ৭.৬৯ শতাংশ, আজিজ পাইপসের ৭.০৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৭৪ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.৭৯ শতাংশ এবং খান ব্রাদার্স পিপির ৪.৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২৩/এএইচএ