ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার জবাবের অপেক্ষায় বিসিবি

  • পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক: বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, লঙ্কানদের বেঁধে দেয়া শর্ত মেনে জাতীয় দল ও এইচপি বহরকে শ্রীলঙ্কা পাঠানো হবে না। এর পর লঙ্কানরা তাদের অবস্থান থেকে সরে না আসলে বাতিল হয়ে যাবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এখন তাই লঙ্কান বোর্ডের জবাবের অপেক্ষা।

লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় বিসিবিকে জানালেই দু’পক্ষের মধ্যে রফা হবে। তখন আবার সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার রাতে লঙ্কান ক্রীড়ামন্ত্রী তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে নমনীয় হওয়ার অনুরোধ জানিয়ে টুইট করেছেন। যা দেখে জেগেছে খানিক আশার আলো।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানের আশা, আমরা তো সেখানে যেতেই চাই। বল এখন লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোর্টে। তারা তাদের অবস্থান পাল্টে আমাদের কোয়ারেন্টাইনের বিষয়ে নমনীয় হলে অবশ্যই সফরে হবে।

তিনি বলেন, আজ বিকেল বা সন্ধ্যার ভেতরেই একটা জবাব আসবে। সেটা হতে পারে ইতিবাচক। যেহেতু লঙ্কান ক্রীড়ামন্ত্রী ইতিবাচক অবস্থান জানিয়েছেন, তাই আমার ধারণা লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ও কঠোর অবস্থান থেকে সরে আসবে। যদি তারা নমনীয় হয়, তাহলে আমাদের জাতীয় দল পাঠানোর সুযোগ থাকবে।

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কার জবাবের অপেক্ষায় বিসিবি

পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, লঙ্কানদের বেঁধে দেয়া শর্ত মেনে জাতীয় দল ও এইচপি বহরকে শ্রীলঙ্কা পাঠানো হবে না। এর পর লঙ্কানরা তাদের অবস্থান থেকে সরে না আসলে বাতিল হয়ে যাবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এখন তাই লঙ্কান বোর্ডের জবাবের অপেক্ষা।

লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় বিসিবিকে জানালেই দু’পক্ষের মধ্যে রফা হবে। তখন আবার সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার রাতে লঙ্কান ক্রীড়ামন্ত্রী তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে নমনীয় হওয়ার অনুরোধ জানিয়ে টুইট করেছেন। যা দেখে জেগেছে খানিক আশার আলো।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানের আশা, আমরা তো সেখানে যেতেই চাই। বল এখন লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোর্টে। তারা তাদের অবস্থান পাল্টে আমাদের কোয়ারেন্টাইনের বিষয়ে নমনীয় হলে অবশ্যই সফরে হবে।

তিনি বলেন, আজ বিকেল বা সন্ধ্যার ভেতরেই একটা জবাব আসবে। সেটা হতে পারে ইতিবাচক। যেহেতু লঙ্কান ক্রীড়ামন্ত্রী ইতিবাচক অবস্থান জানিয়েছেন, তাই আমার ধারণা লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ও কঠোর অবস্থান থেকে সরে আসবে। যদি তারা নমনীয় হয়, তাহলে আমাদের জাতীয় দল পাঠানোর সুযোগ থাকবে।

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: