বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত পবিত্র কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল (রোববার) থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন। বাংলাদেশ থেকে এ পর্যন্ত এক লাখ ২০ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌছেছেন। আজ সর্বশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশীদের এ বছরের মত হজযাত্রা শেষ হবে। হজ শেষে আগামী ২ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
ফ্লাইনাসের তিনটি ও সৌদিয়া এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাকি যাত্রীদের নিয়ে উড়াল দিবে। আজ রাত ১১ টা ২৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই৫৮১৪ নাম্বার ফ্লাইট হবে এ বছরের শেষ হজ ফ্লাইট।
এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালন করবেন।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: