বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্যাটাগরিতে পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- নূরানি ডাইং, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, এ্যাপোলো ইস্পাত, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও আরএসআরএম স্টিল।
এরমধ্যে নূরানি ডাইং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও আরএসআরএম স্টিল ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। আর এ্যাপোলো ইস্পাত ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। আগামি ১ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোর কার্যক্রম ‘জেড’ ক্যাটাগরি কার্যকর হবে।
বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২৩/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: