বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক পূর্ব নির্ধারিত ২৪ জুনের পর্ষদ (বোর্ড) সভা স্থগিত করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই কোম্পানিটির কাছে পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার কারণ জানতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছে।
এর আগে কোম্পানিটির পর্ষদ সভা ২৪ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় কোম্পানিটির চলতি ২০২২-২০২৩ অর্থবছরের (জানুয়ারী-মার্চ) তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: