ঢাকা , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপের ৪০০, ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 53

স্পোর্টস ডেস্ক: ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে এমবাপে ছুঁয়ে ফেলেছেন তার ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলকও। দিদিয়ের দেশমের দলের শেষ প্রতিযোগিতামূলক হোম ম্যাচের প্রথমার্ধে যদিও ফ্রান্স ছিল কিছুটা অগোছালো। তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা।

৫৫ মিনিটে বারকোলার দুর্বার দৌড়ের পর মাইকেল অলিসে ফাউলের শিকার হন এবং সেখান থেকেই প্যানেনকা শৈলীতে পেনাল্টি গোল করেন এমবাপে। এরপর ৭৬ মিনিটে অলিসে নিজেই করেন দারুণ এক গোল, যা ফলাফলকে একপ্রকার নিশ্চিতই করে দেয়।

শেষ ১০ মিনিটে আরও দুটি গোল আসে-একটি এমবাপের আর শেষটি লিভারপুলের হুগো একিতিকের পায়ে। এই জোড়া গোলের মাধ্যমে এমবাপে তার শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যা দাঁড় করালেন সাতটিতে।

গ্রুপ ডি–তে তৃতীয় স্থানে থাকা ইউক্রেন ম্যাচের শুরু থেকেই ডিফেন্সিভ কৌশল নিয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে তারা মাত্র একটি শট নিতে পারে।

বিজনেস আওয়ার/ ১৪ নভেম্বর / রানা

ট্যাগস

এমবাপের ৪০০, ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স

আপডেট সময় ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক: ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে এমবাপে ছুঁয়ে ফেলেছেন তার ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলকও। দিদিয়ের দেশমের দলের শেষ প্রতিযোগিতামূলক হোম ম্যাচের প্রথমার্ধে যদিও ফ্রান্স ছিল কিছুটা অগোছালো। তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা।

৫৫ মিনিটে বারকোলার দুর্বার দৌড়ের পর মাইকেল অলিসে ফাউলের শিকার হন এবং সেখান থেকেই প্যানেনকা শৈলীতে পেনাল্টি গোল করেন এমবাপে। এরপর ৭৬ মিনিটে অলিসে নিজেই করেন দারুণ এক গোল, যা ফলাফলকে একপ্রকার নিশ্চিতই করে দেয়।

শেষ ১০ মিনিটে আরও দুটি গোল আসে-একটি এমবাপের আর শেষটি লিভারপুলের হুগো একিতিকের পায়ে। এই জোড়া গোলের মাধ্যমে এমবাপে তার শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যা দাঁড় করালেন সাতটিতে।

গ্রুপ ডি–তে তৃতীয় স্থানে থাকা ইউক্রেন ম্যাচের শুরু থেকেই ডিফেন্সিভ কৌশল নিয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে তারা মাত্র একটি শট নিতে পারে।

বিজনেস আওয়ার/ ১৪ নভেম্বর / রানা