1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি কাল থেকে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি কাল থেকে

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন রুটে চলমান প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ টিকিট অনলাইন এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হলেও স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে উঠে যাচ্ছে ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম। কাল থেকে পাশাপাশি সিটে বসবে যাত্রীরা। করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চালু করা হয়।

বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ