বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের দিত্বীয় কার্যদিবস বা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬টির বা ১২ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সুহৃদ ইন্ডাস্ট্রিজের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দান ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬ দমমিক ৪০ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৪ দশমিক ৩৩ শতাংশ, দুলামিয়া কর্টনের ২ দশমিক ৫৩ শতাংশ, সেন্টাল ফার্মার ২ দশমিক ৩৬ শতাংশ, বঙ্গজের ২ দশমিক ২৩ শতাংশ, সমতা লেদারের ২ দমমিক ১৬ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ১ দশমিক ৭০ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২৩/এমএজেড