ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন ডিএসই বাড়লেও সিএসইতে কমেছে

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • 37

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন ডিএসইতে লেনদেন পরিমান বাড়লেও সিএসইতে কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০০টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮২ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা শেয়ার। আগেরদিন রবিবার ২৩৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টি, কমেছে ৪২টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ দশমিক ২০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসসিএক্স ১৯ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৮৮ পয়েন্টে, ১১ হাজার ১৮২ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৮ দশমিক ২০ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লেনদেন ডিএসই বাড়লেও সিএসইতে কমেছে

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন ডিএসইতে লেনদেন পরিমান বাড়লেও সিএসইতে কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রবিবার লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০০টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮২ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৭ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা শেয়ার। আগেরদিন রবিবার ২৩৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টি, কমেছে ৪২টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ দশমিক ২০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসসিএক্স ১৯ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৮৮ পয়েন্টে, ১১ হাজার ১৮২ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৮ দশমিক ২০ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: