বিজনেস আওয়ার প্রতিবেদন : অবসর ভেঙে ফেরা মঈন আলির আঙুলে ফোস্কা পড়ে এজবাস্টন টেস্ট খেলতে গিয়ে। তার চোটে তড়িঘড়ি করে ইংলিশরা দলে ডাকে ১৮ বছর বয়সী লেগস্পিনার রেহান আহমেদকে।
কিন্তু বুধবার থেকে শুরু লর্ডস টেস্টে একাদশে সুযোগ মিলছে না রেহানের। কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই টেস্ট দল সাজিয়ে ফেলেছে ইংল্যান্ড। অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মঈনের জায়গায় ইংল্যান্ড দলে নিয়েছে পেসার জশ টাংকে।
ফলে চার পেসার নিয়ে নামবে ইংলিশরা। যেহেতু বিশেষজ্ঞ স্পিনার থাকছে না, তাই স্টোকসের ভরসা রাখতে হবে পার্টটাইমার জো রুট আর হ্যারি ব্রুকের ওপর। এমাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় টাংয়ের। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। তবে অ্যাশেজের প্রথম টেস্টের দলে সুযোগ মেলেনি তার। অবশেষে ফিরলেন।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টাং, জেমস অ্যান্ডারসন।
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২৩/এমএজেড