বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদ উদযাপন করতে গত দুইদিনে (মঙ্গলবার ও বুধবার) রাজধানী ছেড়েছেন অর্ধকোটি সিম ব্যবহারকারী। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
ফেসবুক পেইজে মোস্তাফা জব্বার জানান, ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৬ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। গতকাল বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগেরদিন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।
বুধবার সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ সিম ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। আর মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০ জন সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।
মোস্তাফা জব্বার জানান, শেষ দুইদিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয় বলেও জানান মন্ত্রী।
এছাড়া শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। তাই সিম দিয়ে ঈদ যাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয় বলে মনে করেন তিনি।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২৩/এমএজেড