বিজনেস আওয়ার প্রতিবেদক : পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেউ কাটাচ্ছেন বাড়িতে। কেউ আবার ঢাকাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সাকিব, তামিমরা।
স্ত্রী ও তিন সন্তান নিয়ে সাকিব মাগুরাতে ঈদ পালন করছেন। সকালে নামাজের পরপরই নিজেদের বাড়ি কোরবানির আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব। এরপর খেয়ে বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে বেরিয়েছেন।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক! ঢাকায় ঈদ পালন করা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে পোস্ট করেছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
ছেলের সঙ্গে ছবি দিয়ে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। বগুড়ায় ঈদ করছেন মুশফিক। শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। লিখেছেন, আল্লাহ আপনার ত্যাগ কবুল করুন এবং আপনাকে উদারভাবে প্রতিদান দিন। ঈদ মোবারক!
পেসার তাসকিন আহমেদ ঢাকার ছেলে। পরিবার নিয়ে থাকেন মোহাম্মদপুরে। সকালে বাবা ও ছেলেকে নিয়ে নামাজ পড়ার পর পশু কোরবানি দিয়েছেন দ্রুতগতির বোলার। ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাসকিন লিখেছেন, এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মুবারক!
জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক। এবার হজ করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখান থেকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ঈদ মোবারক! ঈদুল আজহার ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক।
লক্ষ্মীপুরে বউ নিয়ে ঈদ করছেন পেসার হাসান মাহমুদ। আনন্দ কিছুটা হলেও দ্বিগুণ তার, ঈদ করতে বাড়িতে এসেছি। পরিবারের সঙ্গেই ঈদ কাটাবো। স্ত্রী সাথেই রয়েছে। তার সঙ্গে প্রথম ঈদ। তাই একটু ভালো তো লাগছে।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২৩/এমএজেড