ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্ত সায়নী

  • পোস্ট হয়েছে : ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর দপ্তর থেকে বের হলেন সায়নী ঘোষ। গত মঙ্গলবার তাকে ইডি থেকে নোটিস পাঠানো হয়েছিল।

সেই তলবে সাড়া দিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টা ২১মিনিটে কলকাতায় ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বের হয়েছেন রাত ১০ টা ৪৫মিনিটে। আগামী ৫ জুলাই আবার সায়নীকে তলব করা হয়।

ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সায়নী ঘোষ বলেন, ইডির সঙ্গে শতভাগ সহযোগিতা করেছেন। আবার তলব করবেন। আমাকে যদি একশবার তলব করা হয়, আমি একশবারই আসব। আজ তারা কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন। আমি সে সব জমা দিয়েছি। আরও কিছু নথি চাওয়া হয়েছে।

এর আগে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর অভিযোগ উঠেছিল, এবারও কি সে রকম কোনো অভিযোগ আছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সায়নী না বলে চলে যান।

ইডি দপ্তরে নেত্রীকে তার সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু নিয়োগ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ অন্যান্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মধ্যে নারী কর্মকর্তারা ছিলেন। ব্যাংকের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য আনতে বলা হয়েছিল সায়নীকে। বেশ কিছু নথি এনেছিলেনও তিনি। কুন্তলের থেকে কী টাকা পেয়েছেন? কোনো আর্থিক সুবিধা পেয়েছেন কিনা, কুন্তল তার কোনো সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কিনা, বা কোনো অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন কিনা সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সায়নীকে জেরা চলাকালীন দুপুরে খাওয়ার ব্রেক দেওয়া হয়েছিল। তবে সায়নী নিচে নামেননি। তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরেই ছিলেন।

বিজনেস আওয়ার/১ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্ত সায়নী

পোস্ট হয়েছে : ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর দপ্তর থেকে বের হলেন সায়নী ঘোষ। গত মঙ্গলবার তাকে ইডি থেকে নোটিস পাঠানো হয়েছিল।

সেই তলবে সাড়া দিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টা ২১মিনিটে কলকাতায় ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বের হয়েছেন রাত ১০ টা ৪৫মিনিটে। আগামী ৫ জুলাই আবার সায়নীকে তলব করা হয়।

ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সায়নী ঘোষ বলেন, ইডির সঙ্গে শতভাগ সহযোগিতা করেছেন। আবার তলব করবেন। আমাকে যদি একশবার তলব করা হয়, আমি একশবারই আসব। আজ তারা কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন। আমি সে সব জমা দিয়েছি। আরও কিছু নথি চাওয়া হয়েছে।

এর আগে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর অভিযোগ উঠেছিল, এবারও কি সে রকম কোনো অভিযোগ আছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সায়নী না বলে চলে যান।

ইডি দপ্তরে নেত্রীকে তার সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু নিয়োগ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ অন্যান্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মধ্যে নারী কর্মকর্তারা ছিলেন। ব্যাংকের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য আনতে বলা হয়েছিল সায়নীকে। বেশ কিছু নথি এনেছিলেনও তিনি। কুন্তলের থেকে কী টাকা পেয়েছেন? কোনো আর্থিক সুবিধা পেয়েছেন কিনা, কুন্তল তার কোনো সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কিনা, বা কোনো অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন কিনা সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সায়নীকে জেরা চলাকালীন দুপুরে খাওয়ার ব্রেক দেওয়া হয়েছিল। তবে সায়নী নিচে নামেননি। তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরেই ছিলেন।

বিজনেস আওয়ার/১ জুলাই, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: