মোহাম্মদ আনিসুজ্জামান : কাঁচা মরিচের ঝাল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দোকানে এখন ২৫০ গ্রাম কাঁচা মরিচ মিলছে ১২৫ টাকায়। এতে কেজি প্রতি দর পড়ছে ৫০০ টাকা। যা ক্রেতাদের নাগালের বাইরে। অপরদিকে আলুতে দাম বাড়লেও সবজির দাম স্থিতিশীল রয়েছে। রবিবার রাজধানীর কাপ্তানবাজার, কাওরানবাজারসহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
মরিচের দাম কমেছে জানিয়ে কাপ্তানবাজারের সবজি বিক্রেতা আশরাফ বলেন, গতকাল শনিবার কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি বিক্রি করেছি। তবে আজকে (রবিবার) ৫০০ টাকায় বিক্রি করছি। পাইকারি বাজারে মরিচের দাম কমায় আজ কিছুটা কম দামে বিক্রি করতে পারছি।
আলু ও বেগুনের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রতি কেজি আলু ৫০ টাকা বিক্রি হচ্ছে। আর বেগুন বিক্রি হচ্ছে একশত টাকার ওপরে। যা গতকালও কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি করেছি।
কাওরানবাজারের সবজি বিক্রতা আলি আকবর বলেন, শুক্রবার ও শনিবারের চেয়ে রবিবার কাঁচা মরিচের দাম কমতি। তবে হঠাৎ করেই আলুর দাম কেজিতে ৫ টাকা ও বেগুন কেজিতে ১০ টাকা বাড়তি।
কাপ্তানবাজারে প্রতিটি লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা ও বাঁধাকপি ৫০ টাকা, কুমড়ার জালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাইজের ওপরে দাম কমবেশি হতে পারে। এছাড়া টমেটো প্রতি কেজি ১৫০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ১১০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, মুলা ৬০ টাকা, কচুর মুখী ১০০ টাকা, শসা ৫০ টাকা, দেশি গাজর ৮০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে।
বিজনেস আওয়ার/২ জুলাই, ২০২৩/এমএজেড