ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার আসছে কমেডি নাটক ‘দহরম মহরম’

  • পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
  • 105

বিনোদন ডেস্ক : প্রতি ঈদে টেলিভিশনের অনুষ্ঠানমালায় কমেডি নাটকের আধিক্য থাকে। এরই ধারাবাহিকতায় এবার সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’ টেলিভিশনের পর্দায়। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, উর্মিলা, রিমি করিম, সিয়াম নাসিরসহ অনেকে। ‘দহরম মহরম’ ঈদের পঞ্চমদিন শুক্রবার (২৯ মে) রাত ৯টা ৩০মিনিটে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নাটকটির গল্পে দেখা যাবে, দহরম ও মহরম দুই ভাই। তাদের দু’জনের মধ্যে মিল দেখে এলাকাবাসী গর্ব করে। দহরম বড়। তিনি ছোটভাই মহরমের জন্যে জান পর্যন্ত দিতে রাজি। অন্যদিকে মহরমও দহরমের সাথে পরামর্শ না করে কিছু করেন না। অনেকে বলেন, বিয়ে করলে তাদের এই মিল মহব্বত থাকবে না।

কিন্তু দু’ভাই মনে করেন, পৃথিবীর কোনকিছুই তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। এসময় দহরম একটা মেয়ের প্রেমে পড়েন। মহরম তার ভাইকে জানায়, এই মেয়েকে বিয়ে করা যাবে না। এরপর শুরু হয় ঝামেলা। আর এভাবে নাটকের গল্প এগিয়ে যেতে থাকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বলেন, রোমান্টিক কমেডি ঘরানার নাটকে এটি। একটা সামাজিক বার্তা পাবে দর্শক। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শুক্রবার আসছে কমেডি নাটক ‘দহরম মহরম’

পোস্ট হয়েছে : ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০

বিনোদন ডেস্ক : প্রতি ঈদে টেলিভিশনের অনুষ্ঠানমালায় কমেডি নাটকের আধিক্য থাকে। এরই ধারাবাহিকতায় এবার সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’ টেলিভিশনের পর্দায়। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, উর্মিলা, রিমি করিম, সিয়াম নাসিরসহ অনেকে। ‘দহরম মহরম’ ঈদের পঞ্চমদিন শুক্রবার (২৯ মে) রাত ৯টা ৩০মিনিটে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নাটকটির গল্পে দেখা যাবে, দহরম ও মহরম দুই ভাই। তাদের দু’জনের মধ্যে মিল দেখে এলাকাবাসী গর্ব করে। দহরম বড়। তিনি ছোটভাই মহরমের জন্যে জান পর্যন্ত দিতে রাজি। অন্যদিকে মহরমও দহরমের সাথে পরামর্শ না করে কিছু করেন না। অনেকে বলেন, বিয়ে করলে তাদের এই মিল মহব্বত থাকবে না।

কিন্তু দু’ভাই মনে করেন, পৃথিবীর কোনকিছুই তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। এসময় দহরম একটা মেয়ের প্রেমে পড়েন। মহরম তার ভাইকে জানায়, এই মেয়েকে বিয়ে করা যাবে না। এরপর শুরু হয় ঝামেলা। আর এভাবে নাটকের গল্প এগিয়ে যেতে থাকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বলেন, রোমান্টিক কমেডি ঘরানার নাটকে এটি। একটা সামাজিক বার্তা পাবে দর্শক। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: