ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বাড়ির ছাদে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • 244

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়েরের জন্য এসেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার) ওই শিক্ষার্থী নিজে থানায় এসে এই অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তারা সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন।

পারভেজ ইসলাম বলেন, মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। তবে ভুক্তভোগী অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না। মেয়েটি হাসপাতাল থেকে ফিরে অভিযোগ দিলে এরপর বিস্তারিত জানা যাবে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ধানমন্ডিতে বাড়ির ছাদে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়েরের জন্য এসেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার) ওই শিক্ষার্থী নিজে থানায় এসে এই অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তারা সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন।

পারভেজ ইসলাম বলেন, মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। তবে ভুক্তভোগী অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না। মেয়েটি হাসপাতাল থেকে ফিরে অভিযোগ দিলে এরপর বিস্তারিত জানা যাবে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: