বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বা মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইমাম বাটনের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৫ দশমিক ৭৮ শতাংশ, প্রাইম টেক্সের ৫ দশমিক ৬০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪ দশমিক ৯১ শতাংশ, সিএনএ টেক্সের ৪ দশমিক ৬৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ১০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩ দশমিক ৮৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৭ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/৪ জুলাই, ২০২৩/এমএজেড