ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়: মোসাদ্দেক বিল্লাহ

  • পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়’। বিদ্যামান জাতীয় সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

বুধবার (৫ জুলাই) বিকেলে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে আরও একবার সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় উপস্থিতি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা করছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হলে দেশপ্রেমিক জনতা নীরবে বসে থাকবে না।

তিনি ইসলামী আন্দোলনের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানান। শিগগির দলের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

বিজনেস আওয়ার/৬ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়: মোসাদ্দেক বিল্লাহ

পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়’। বিদ্যামান জাতীয় সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

বুধবার (৫ জুলাই) বিকেলে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে আরও একবার সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় উপস্থিতি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা করছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হলে দেশপ্রেমিক জনতা নীরবে বসে থাকবে না।

তিনি ইসলামী আন্দোলনের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানান। শিগগির দলের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

বিজনেস আওয়ার/৬ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: