ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউশিহিদে সুগা

  • পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • 1

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। পার্লামেন্ট সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন ইউশিহিদে সুগা ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইউশিহিদে সুগা জাপানের নিম্নকক্ষ ডায়েটে খুব সহজেই প্রধানমন্ত্রীর ভোটে জয়লাভ করেছেন, যেখানে তার দল রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে প্রশাসনের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ছিলেন ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা।

জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন ইয়োশিহিদে সুগা। বর্তমান মেয়াদ পূরণের এক বছর আগেই গত ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। ২০১২ সালে শিনজো আবে প্রধানমন্ত্রী হওয়ার পর তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন সুগা। আবের গোটা শাসনামলেই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব সামলেছেন।

ইউশিহিদে সুগার জন্ম কৃষক পরিবারে। ১৯৭৩ সালে নৈশ বিশ্ববিদ্যালয় টোকিও হোসেই থেকে আইনে স্নাতক পাস করেন তিনি। নিজের উপার্জিত অর্থে লেখাপড়া করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এদিকে, বুধবার বিকেলেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন ইয়োশিহিদে সুগা।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউশিহিদে সুগা

পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। পার্লামেন্ট সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন ইউশিহিদে সুগা ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইউশিহিদে সুগা জাপানের নিম্নকক্ষ ডায়েটে খুব সহজেই প্রধানমন্ত্রীর ভোটে জয়লাভ করেছেন, যেখানে তার দল রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে প্রশাসনের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ছিলেন ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা।

জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন ইয়োশিহিদে সুগা। বর্তমান মেয়াদ পূরণের এক বছর আগেই গত ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। ২০১২ সালে শিনজো আবে প্রধানমন্ত্রী হওয়ার পর তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন সুগা। আবের গোটা শাসনামলেই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব সামলেছেন।

ইউশিহিদে সুগার জন্ম কৃষক পরিবারে। ১৯৭৩ সালে নৈশ বিশ্ববিদ্যালয় টোকিও হোসেই থেকে আইনে স্নাতক পাস করেন তিনি। নিজের উপার্জিত অর্থে লেখাপড়া করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এদিকে, বুধবার বিকেলেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন ইয়োশিহিদে সুগা।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: