বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৭ দশমিক ৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে রুপালী লাইফ ইন্স্যুরন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪৪ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩১ টাকা ৫০ পয়সা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ দশমিক ১২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরন্সের ৪ দশমিক ৯০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক শূন্য ৭ শতাংশ, মেঘনা পেটের ৪ দশমিক শূন্য ৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৯ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩ দশমিক শূন্য ৯ শতাংশ এবং লিগাসি ফুটওয়্যারের ৩ দশমিক শূন্য ৮ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/৯ জুলাই, ২০২৩/এমএজেড