বিনোদন ডেস্ক: বাবা প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াতের হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটে কাজী মারুফের। চিত্রনায়ক নায়ক মারুফের প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’। যেমন ব্যবসাসফল হয়েছিল। শুধু তাই নয়, প্রথম ছবিতেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি।
২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাজী মারুফ। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১৯ সাল থেকে দেশ ছেড়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাস গড়েন মারুফ। সেখানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। এরমধ্যে ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমাও বানিয়েছেন।
জানা গেছে, আবারও দেশীয় সিনেমায় অভিনয়ে ফিরছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াৎ।
তিনি বলেন, বাংলাদেশে আসছে কাজী মারুফ। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। সেই বিষয়ে কথা বলতে বাংলাদেশে আসছে সে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এবার মারুফ ঠিক কোন ছবি দিয়ে ফিরছেন তা কিছু জানাননি এই নির্মাতা।
বিজনেস আওয়ার/৯ জুলাই, ২০২৩/এএইচএ