বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের ন্যায় অবসরভোগী (পেনশনার) ও এমপিভুক্ত শিক্ষকেরা সরকার ঘোষিত ৫ শতাংশ আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত একটি পরিপত্র চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে জারি করা হবে।
রোববার (৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করা হয়েছে। এই প্রণোদনার ভেতরে অবসরভোগী (পেনশনার) ও এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হবে। এখন আর্থিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা চলছে। এ মাসের শেষ সপ্তাহে একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে। প্রজ্ঞাপন যখনই জারি করা হোক না কেন, প্রণোদনা ৫ শতাংশ অর্থ সরকারি চাকুরে, অবসরভোগী ও এমপিওভুক্ত শিক্ষকরা জুলাই মাসের বেতনের সাথেই পাবেন।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা প্রদানের কথা ঘোষণা করেন।
বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এএইচএ