বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন ৪ দশমিক ৩২ গুন বেশি। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে হাজার কোটি টাকার ছাড়িয়েছে।
প্রধান সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন ২ দশমিক ৪৭ গুন বেশি। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টি এবং কমেছে ১৬০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৯টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৫ দশমিক ২০ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ২৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ দশমিক ৭৭ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টি, কমেছে ৯৯টি এবং পরিবর্তন হয়নি ৭৮টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ দশমিক ১৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩০ পয়েন্ট, সিএসসিএক্স ২১ দশমিক ৭৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৬ দশমিক ৫৩ পয়েন্টে, ১১ হাজার ১৭২ দশমিক ৩২ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ দশমিক ৩৩ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এমএজেড