ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ স্ট্রাইকার রকিকে দলে টানার চেষ্টা বার্সেলোনার

  • পোস্ট হয়েছে : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 92

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিতর রকিকে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের এই তারকাকে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা। এই তরুণ তারকা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ইতিমধ্যে রীতিমতো আলোড়ন তুলেছেন। খ্যাতিও পেয়েছেন ‘নতুন রোনালদো’ নামে!

স্পেনের সংবাদমাধ্যম এএস’এর সাংবাদিক হাভি মিগুয়েল এক প্রতিবেদনে জানিয়েছেন, রকিকে দ্রুত দলে টানতে যাচ্ছে বার্সেলোনা। ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। এই দুজনকে বিক্রি করতে পারলে লা লিগার দলবদল নীতি অনুযায়ী রকিকে এই গ্রীষ্মেই দলে নেওয়ার ব্যাপারে এগোতে পারবে বার্সেলোনা। তবে অন্তত চারজনকে বিক্রি করলে ব্যাপারটা নিশ্চিত হবে। এই চারজন হচ্ছেন, এরিক গর্সিয়া, আনসু ফাতি, ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসি।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া রকিকে পেতে ৩ কোটি ইউরো দিতে যাচ্ছে বার্সা। তার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত। বেতন হিসেবে প্রথম মৌসুমে রকি পাচ্ছেন ৩৫ লাখ ইউরো। বেতনের পরিমাণটা কম মনে হলেও বার্সার হয়ে খেলতেই এই মূল্যে রাজি হয়েছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি ১ কোটি ইউরোতে নিতে চাইলেও বার্সাতেই খেলতে চেয়েছেন রকি।

এদিকে রকিকে ফোন দিয়ে বার্সাতে স্বাগত জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, বার্সার জার্সিতে রকির ওপর ভরসা রাখবেন তিনি। জাভির ফোনকল পেয়ে উচ্ছ্বসিত রকি। বার্সেলোনা কোচ যে তাকে এখনই সরাসরি ফোন দিয়ে কথা বলবেন, সেটি ভাবতেও পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তরুণ স্ট্রাইকার রকিকে দলে টানার চেষ্টা বার্সেলোনার

পোস্ট হয়েছে : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিতর রকিকে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের এই তারকাকে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা। এই তরুণ তারকা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ইতিমধ্যে রীতিমতো আলোড়ন তুলেছেন। খ্যাতিও পেয়েছেন ‘নতুন রোনালদো’ নামে!

স্পেনের সংবাদমাধ্যম এএস’এর সাংবাদিক হাভি মিগুয়েল এক প্রতিবেদনে জানিয়েছেন, রকিকে দ্রুত দলে টানতে যাচ্ছে বার্সেলোনা। ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। এই দুজনকে বিক্রি করতে পারলে লা লিগার দলবদল নীতি অনুযায়ী রকিকে এই গ্রীষ্মেই দলে নেওয়ার ব্যাপারে এগোতে পারবে বার্সেলোনা। তবে অন্তত চারজনকে বিক্রি করলে ব্যাপারটা নিশ্চিত হবে। এই চারজন হচ্ছেন, এরিক গর্সিয়া, আনসু ফাতি, ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসি।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া রকিকে পেতে ৩ কোটি ইউরো দিতে যাচ্ছে বার্সা। তার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত। বেতন হিসেবে প্রথম মৌসুমে রকি পাচ্ছেন ৩৫ লাখ ইউরো। বেতনের পরিমাণটা কম মনে হলেও বার্সার হয়ে খেলতেই এই মূল্যে রাজি হয়েছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি ১ কোটি ইউরোতে নিতে চাইলেও বার্সাতেই খেলতে চেয়েছেন রকি।

এদিকে রকিকে ফোন দিয়ে বার্সাতে স্বাগত জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, বার্সার জার্সিতে রকির ওপর ভরসা রাখবেন তিনি। জাভির ফোনকল পেয়ে উচ্ছ্বসিত রকি। বার্সেলোনা কোচ যে তাকে এখনই সরাসরি ফোন দিয়ে কথা বলবেন, সেটি ভাবতেও পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।

বিজনেস আওয়ার/১০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: