বিনোদন ডেস্ক: ‘রকস্টার’ থেকে ‘মাদ্রাস ক্যাফে’ বা ‘ঢিসুম’, বি টাউনে প্রায় ১০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলার পরেও নার্গিস ফকরির বক্স অফিস সফল ছবির সংখ্যা হাতে গোনা। এবার ওটিটিতে পা রাখতে চলেছেন নার্গিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর নিয়ে অনেক কথাই বললেন অভিনেত্রী।
দশ বছর কাটিয়ে ফেলার পরেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় তার ছবির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম। এর কারণ কী বক্স অফিস সাফল্যের অভাব?
উত্তরে অভিনেত্রী বললেন, ‘ঠিক তা নয়, আসলে সব ধরনের চরিত্রে আমাকে মানায় না’, সেই কারণেই তার সঙ্গে মানানসই এমন ছবিতেই নির্মাতারা ভাবেন তার কথা, বক্তব্য নার্গিসের। একই ধরনের চরিত্র বারবার করতে করতে টাইপকাস্ট হওয়ার ভয়ও থাকে, মনে করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সাহসী চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে নার্গিসের সটান জবাব, সমকামী বা অন্য ধরনের যৌন চাহিদা সম্পন্ন ছবিতে অভিনয় করতে তার কোনও আপত্তি নেই। তবে ছবিতে নগ্নতা থাকলে সেই দৃশ্যে তিনি অভিনয় করবেন না বলেই জানালেন অভিনেত্রী।
সমকামী ছবির প্রসঙ্গে নার্গিস বলেন, ‘এই বিষয়গুলি আজ সমাজে যথেষ্ট আলোচিত হচ্ছে।’ ফলে এই বিষয়গুলি নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত বলেই মনে করেন নার্গিস।
বক্স অফিস সাফল্য নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন নার্গিস। অভিনেত্রীর কথায়, চরিত্র হাতে পেলে সেই চরিত্র ফুটিয়ে তোলাই তার দায়িত্ব। বিতর্কিত বা মেনস্ট্রিম ছবি এই ধরনের ভাগাভাগিতে তিনি বিশ্বাস করেন না। সেই কারণে, ছবি তৈরি হওয়ার পর তা বিতর্কিত হলেও সেই ছবি দর্শক দেখবেন কিনা তা একান্ত দর্শকের সিদ্ধান্ত, মন্তব্য নার্গিস ফকরির।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ