ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকাডুবি যাত্রীদের উদ্ধার করে যুবকের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • 79

বিজনেস আওয়ার প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকাডুবির কবলে পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামের ভাতশালা এলাকার হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাতশাল ছোট ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

সাকিবুল অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি মোল্লা বাড়ি এলাকার আব্দুর রহিমের ছোট ছেলে। তিনি আজমপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ছোট ব্রীজ এলাকায় ডিঙ্গী নৌকায় সাপান্ত গ্রামের ৭ জন যাত্রী ও ১টি গরু ও কিছু লাকড়ি নিয়ে যাচ্ছিল। নৌকটি ছোট হওয়ায় ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আদমপুর বাজারে যাচ্ছিলেন সাকিবুল। নৌকাডুবি দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ডুবতে থাকা লোকজনকে উদ্ধারের জন্য হাওরে ঝাঁপিয়ে পড়েন। ২টি বাচ্চাকে উদ্ধার করে নিজে ক্লান্ত হয়ে স্রোতের মধ্যে তলিয়ে যান। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা কোভিদ আহমেদ ভুইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অষ্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করেছে। সন্ধ্যায় মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নৌকাডুবি যাত্রীদের উদ্ধার করে যুবকের মৃত্যু

পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকাডুবির কবলে পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামের ভাতশালা এলাকার হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে সাড়ে ৬টার দিকে উপজেলার ভাতশাল ছোট ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

সাকিবুল অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি মোল্লা বাড়ি এলাকার আব্দুর রহিমের ছোট ছেলে। তিনি আজমপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ছোট ব্রীজ এলাকায় ডিঙ্গী নৌকায় সাপান্ত গ্রামের ৭ জন যাত্রী ও ১টি গরু ও কিছু লাকড়ি নিয়ে যাচ্ছিল। নৌকটি ছোট হওয়ায় ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আদমপুর বাজারে যাচ্ছিলেন সাকিবুল। নৌকাডুবি দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ডুবতে থাকা লোকজনকে উদ্ধারের জন্য হাওরে ঝাঁপিয়ে পড়েন। ২টি বাচ্চাকে উদ্ধার করে নিজে ক্লান্ত হয়ে স্রোতের মধ্যে তলিয়ে যান। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মকর্তা কোভিদ আহমেদ ভুইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অষ্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবির দল কয়েক ঘন্টা অভিযান চালিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করেছে। সন্ধ্যায় মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: