বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫টির বা ৫১.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এইচআর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। আজ বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.৪৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৯৩ শতাংশ, সিমটেক্সের ৬.৮৯ শতাংশ, সিটি ব্যাংকের ৬.৬৯ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৪০ শতাংশ, বিডিকমের ৫.৯০ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৮৮ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২০/এস