বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বব্যাপী নানাবিধ সংকটের মধ্যেও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) তার উন্নয়নের ধারা ধরে রেখেছি। আগামীতেও ব্যবসায়িক সূচকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।
গতকাল সোমবার ব্যাংকটির ২৮তম বার্ষিক সাধারন সভা (এজিএম) তিনি এ কথা বলেন। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্যে দিয়ে ডিজিটাল প্লাটফর্মে ২০২২ (জানুয়ারী-ডিসেম্বর) সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্টসহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো- ২০২২ সমাপ্ত বছরের আর্থিক ও পরিচালক প্রতিবেদন অনুমোদন, পরিচালক মনোনয়ন, নিরীক্ষক নিয়োগ ও তার সন্মানি এবং কর্পোরেট গর্ভন্যান্স কোর্ড। এছাড়া কোম্পানিরটির বিশেষ এজেন্ডা অনুমোদন হয়। এটি হলো কোম্পানির নামে সামান্য পরিবর্তন। সেই অনুসারে, এখন থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদন হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সভার সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. নাজমুল আহসান।
সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। এজিএমে তিনি বলেন, ব্যাংকের নতুন সেবাপণ্যগুলো ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামীতেও পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালক, কর্মকর্তাসহ শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এমএজেড