ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজার ওঠানামা

  • পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক : মন্ত্রী বা দায়িত্বশীলদের ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজারের সূচক ওঠানামা করে বলে জানিযেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও বলেন, শেয়ারবাজারে শক্ত অবস্থান দেখতে পেলেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেব।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ: সম্ভাব্য প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার ভালো থাকলে মুনাফার হার কম থাকে জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজার উঠানামা করবে এটাই স্বাভাবিক। এটি হলে মুনাফা করা যায়। আমাদের অনেক বিনিয়োগকারী হুজুগে ও গুজবে বিনিয়োগ করে। লাভ হলে কোন সমস্যা নেই। লোকসান করলেই আমাদের দোষ। আর হতাশায় পড়ে।

ইউক্রেন যুদ্ধটা যে হঠাৎ শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি জানিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এর ফলে পৃথিবী জুড়ে খাদ্য শস্য ও খনিজ সম্পদে একটা বড় ভাঙ্গন শুরু হয়েছে। যে বিপদটা আমরা আশা করি নাই সেটাই হঠাৎ করে আমাদের উপরে আসা শুরু করলো। কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের এনার্জি , এলএলজি বা ওয়েল যেগুলা সেগুলার দাম বাড়া শুরু হয়ে গেল। আমাদের পুঁজিবাজারে অনেক চাপ রয়েছে। সেখানে এতবড় একটা ভাঙ্গন আসতে যাচ্ছে সেই সঙ্কাটা আমাদেরকে বিভিন্ন ভাবে ভাবিয়ে তুলেছে।

মন্ত্রী বা দায়িত্বশীলদের ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজার ওঠানামা করে মন্তব্যে করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের পুঁজিবাজারে অনেক চাপ রয়েছে। এখানে ঠোঁটের নড়াচড়ার প্রভাবে পুঁজিবাজারের সূচক ওঠানামা করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রিজার্ভের সাথে সাপ্লাই ভোলাটিলিটি কমতে শুরু করেছে। সাথে শেয়ারবাজারের সূচক। আর তাই বিনিয়োগকারীদের নিরাপত্তার স্বার্থে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে।

আমরা খুব শিগগিরই পুঁজিবাজারের একটা শক্ত অবস্থান দেখতে পেলেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেব জানিয়ে তিনি বলেন, যখনই আমরা দেখবো বিনিয়োগকারীরা নিরাপদ, তাদের পুঁজি নিরাপদে আছে তখনই আমরা ফ্লোর প্রাইস সরিয়ে দেব। আমরা তখন নিজেদের অনিচ্ছাতেই ফ্লোর প্রাইস দিয়েছিলাম।

ইআরএফের সভাপতি মোহাম্মদ রাফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএস পারভেজ তমাল, অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) চেয়ারম্যান হাসান ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন ছিলেন ইআরএফ সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এমএজেড/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজার ওঠানামা

পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : মন্ত্রী বা দায়িত্বশীলদের ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজারের সূচক ওঠানামা করে বলে জানিযেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও বলেন, শেয়ারবাজারে শক্ত অবস্থান দেখতে পেলেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেব।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ: সম্ভাব্য প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার ভালো থাকলে মুনাফার হার কম থাকে জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজার উঠানামা করবে এটাই স্বাভাবিক। এটি হলে মুনাফা করা যায়। আমাদের অনেক বিনিয়োগকারী হুজুগে ও গুজবে বিনিয়োগ করে। লাভ হলে কোন সমস্যা নেই। লোকসান করলেই আমাদের দোষ। আর হতাশায় পড়ে।

ইউক্রেন যুদ্ধটা যে হঠাৎ শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি জানিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এর ফলে পৃথিবী জুড়ে খাদ্য শস্য ও খনিজ সম্পদে একটা বড় ভাঙ্গন শুরু হয়েছে। যে বিপদটা আমরা আশা করি নাই সেটাই হঠাৎ করে আমাদের উপরে আসা শুরু করলো। কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের এনার্জি , এলএলজি বা ওয়েল যেগুলা সেগুলার দাম বাড়া শুরু হয়ে গেল। আমাদের পুঁজিবাজারে অনেক চাপ রয়েছে। সেখানে এতবড় একটা ভাঙ্গন আসতে যাচ্ছে সেই সঙ্কাটা আমাদেরকে বিভিন্ন ভাবে ভাবিয়ে তুলেছে।

মন্ত্রী বা দায়িত্বশীলদের ঠোঁটের নড়াচড়ায় পুঁজিবাজার ওঠানামা করে মন্তব্যে করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের পুঁজিবাজারে অনেক চাপ রয়েছে। এখানে ঠোঁটের নড়াচড়ার প্রভাবে পুঁজিবাজারের সূচক ওঠানামা করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রিজার্ভের সাথে সাপ্লাই ভোলাটিলিটি কমতে শুরু করেছে। সাথে শেয়ারবাজারের সূচক। আর তাই বিনিয়োগকারীদের নিরাপত্তার স্বার্থে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে।

আমরা খুব শিগগিরই পুঁজিবাজারের একটা শক্ত অবস্থান দেখতে পেলেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেব জানিয়ে তিনি বলেন, যখনই আমরা দেখবো বিনিয়োগকারীরা নিরাপদ, তাদের পুঁজি নিরাপদে আছে তখনই আমরা ফ্লোর প্রাইস সরিয়ে দেব। আমরা তখন নিজেদের অনিচ্ছাতেই ফ্লোর প্রাইস দিয়েছিলাম।

ইআরএফের সভাপতি মোহাম্মদ রাফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএস পারভেজ তমাল, অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) চেয়ারম্যান হাসান ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন ছিলেন ইআরএফ সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এমএজেড/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: