বিজনেস আওয়ার প্রতিবেদক: টিভি স্ক্রিনসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধে তদারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
আইনজীবী কামাল হোসেন মিয়াজী আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ১৮ ডিসেম্বর ওই রুল জারি করা হয়। যা এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেছিলেন।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ