বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন কমে ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৩টি এবং কমেছে ১১৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮২টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৭ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টি, কমেছে ৮২টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৯২ পয়েন্ট এবং সিএসসিএক্স দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ দশমিক ২৫ পয়েন্টে এবং ১১ হাজার ১৭২ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৬ দশমিক ১৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৮৩ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এমএজেড