ঢাকা , মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে রাশিয়ার জাহাজ

  • পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • 65

বিজনেস আওয়ার ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি মার্গারেট।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। সন্ধ্যা থেকে খালাস কাজ শুরু হবে এসব আমদানি পণ্যের।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এমভি মার্গারেট। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকেই এ জাহাজ থেকে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হবে। ৪৮ ঘণ্টা ধরে পণ্য খালাসের পর জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাসকৃত এ সকল পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে গত ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে এমভি লিবার্টি হারভেস্ট। আর তারও আগে গত ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

উল্লেখ, সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে এ বন্দরে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে রাশিয়ার জাহাজ

পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি মার্গারেট।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। সন্ধ্যা থেকে খালাস কাজ শুরু হবে এসব আমদানি পণ্যের।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এমভি মার্গারেট। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকেই এ জাহাজ থেকে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হবে। ৪৮ ঘণ্টা ধরে পণ্য খালাসের পর জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাসকৃত এ সকল পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে গত ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে এমভি লিবার্টি হারভেস্ট। আর তারও আগে গত ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

উল্লেখ, সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে এ বন্দরে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: