ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনীতির অগ্রগতিতে শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে হবে

  • পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের যে অর্থনীতি তার প্রাণশক্তি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্যে করে সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, দেশের অর্থনীতির অগ্রগতি বৃদ্ধিতে শেয়ারবাজারে আরো ভালো কোম্পানি আনতে হবে।

মঙ্গলবার পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ: সম্ভাব্য প্রতিকার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইআরএফের সভাপতি মোহাম্মদ রাফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন ছিলেন ইআরএফ সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

ভারতের পার ক্যাপিটাল ইনকাম আর আমাদের ইনকাম একই জানিয়ে নজিবুর রহমান বলেন, তবে প্রশ্ন দেশের পুঁজিবাজারের চেয়ে ভারতের সাইজ অনেক বড় কেন। এর প্রধান কারন আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সংখ্যা কম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কম। আবার ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। বিষয়গুলো বিবেচনা করে আমাদের কাজ করা দরকার।

আমাদের দেশের শেয়ারবাজারে তিনটি সংকট উক্তি করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম ও বিনিয়োগকারীদের হতাশা। এগুলো কাটিয়ে উঠতে পারলে বাজার সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। বিএসইসি ইতিমধ্যে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী নিরাপত্তা ফান্ড চালু করেছে। যা তাদের জন্য সুফল বয়ে আনবে।

সেমিনারে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ব্যাংক হলো স্বল্পমেয়াদি বিনিয়োগের জায়গা। আর শেয়ার বাজার হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। অথচ আমাদের দেশে ঘটছে তার উল্টোটা। এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে ব্যাংক। আর স্বল্পমেয়াদি বিনিয়োগ করছে শেয়ারবাজার। এর একটা সমাধান দরকার, যাতে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আসে।

আরও বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে এক কোটি টাকা। এই টাকায় তিনি লাভ পাবেন সাড়ে ৩ শতাংশ। অথচ অন্য দেশে এটা গেইন করতে পারবে ৭ শতাংশ। তাহলে কেন তারা দেশে বিনিয়োগ করবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার।

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘একটি দেশের শক্তিশালী অর্থনীতি করতে শেয়ারবাজারের গুরুত্ব অপরিসীম। শেয়ারবাজার হলো ফান্ড সংগ্রহের অন্যতম মাধ্যম। আমাদের বাজারে ক্ষুদ্র উদ্যোক্তাকে ফোকাস করার জন্য এসএমই মার্কেটিং প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা বর্তমান কমিশনের খুব ভালো একটা উদ্যোগ বলে মনে করছি।’

আরও বলেন, প্রযুক্তি উদ্ভাবন বর্তমান সময়ে নতুন মাত্রা যোগ করবে। আশা করছি, আমাদের শেয়ারবাজারে যথাযথ ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে যেমন আমরা প্রযুক্তিনির্ভর হতে পারব, একইভাবে খরচও অনেক কমবে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এসএস/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অর্থনীতির অগ্রগতিতে শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে হবে

পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের যে অর্থনীতি তার প্রাণশক্তি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্যে করে সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, দেশের অর্থনীতির অগ্রগতি বৃদ্ধিতে শেয়ারবাজারে আরো ভালো কোম্পানি আনতে হবে।

মঙ্গলবার পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ: সম্ভাব্য প্রতিকার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইআরএফের সভাপতি মোহাম্মদ রাফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন ছিলেন ইআরএফ সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

ভারতের পার ক্যাপিটাল ইনকাম আর আমাদের ইনকাম একই জানিয়ে নজিবুর রহমান বলেন, তবে প্রশ্ন দেশের পুঁজিবাজারের চেয়ে ভারতের সাইজ অনেক বড় কেন। এর প্রধান কারন আমাদের দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সংখ্যা কম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কম। আবার ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। বিষয়গুলো বিবেচনা করে আমাদের কাজ করা দরকার।

আমাদের দেশের শেয়ারবাজারে তিনটি সংকট উক্তি করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম ও বিনিয়োগকারীদের হতাশা। এগুলো কাটিয়ে উঠতে পারলে বাজার সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। বিএসইসি ইতিমধ্যে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী নিরাপত্তা ফান্ড চালু করেছে। যা তাদের জন্য সুফল বয়ে আনবে।

সেমিনারে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ব্যাংক হলো স্বল্পমেয়াদি বিনিয়োগের জায়গা। আর শেয়ার বাজার হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। অথচ আমাদের দেশে ঘটছে তার উল্টোটা। এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে ব্যাংক। আর স্বল্পমেয়াদি বিনিয়োগ করছে শেয়ারবাজার। এর একটা সমাধান দরকার, যাতে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আসে।

আরও বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে এক কোটি টাকা। এই টাকায় তিনি লাভ পাবেন সাড়ে ৩ শতাংশ। অথচ অন্য দেশে এটা গেইন করতে পারবে ৭ শতাংশ। তাহলে কেন তারা দেশে বিনিয়োগ করবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার।

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘একটি দেশের শক্তিশালী অর্থনীতি করতে শেয়ারবাজারের গুরুত্ব অপরিসীম। শেয়ারবাজার হলো ফান্ড সংগ্রহের অন্যতম মাধ্যম। আমাদের বাজারে ক্ষুদ্র উদ্যোক্তাকে ফোকাস করার জন্য এসএমই মার্কেটিং প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা বর্তমান কমিশনের খুব ভালো একটা উদ্যোগ বলে মনে করছি।’

আরও বলেন, প্রযুক্তি উদ্ভাবন বর্তমান সময়ে নতুন মাত্রা যোগ করবে। আশা করছি, আমাদের শেয়ারবাজারে যথাযথ ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে যেমন আমরা প্রযুক্তিনির্ভর হতে পারব, একইভাবে খরচও অনেক কমবে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২৩/এসএস/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: